শাহজাদপুরে অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের ভাঙ্গন কবলিত যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো ওসমান মেম্বরের নেতৃত্বে একটি চক্র।

আরো পড়ুন :

> ইবি কর্মচারী প্রতারণার দায়ে সাজা ভোগ করেও চাকরিতে বহাল
> কেন্দ্র ভুল করা পরীক্ষার্থীকে মোটরসাইকেলে করে পৌঁছে দিল পুলিশ

বিষয়টি প্রশাসনের নজরে আসলে বুধবার বিকেলে সহকারী কমিশনার ভুমি লিয়াকত সালমান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যমুনার তীরবর্তী বল্কহেডে বালু আনলোড করার দায়ে আরিফুল ইসলাম (২২) নামে একজনের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি বন্ধ করে দেওয়ায় সহকারী কমিশনার ভুমি লিয়াকত সালমানকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।

আগস্ট ১৭, ২০২৩ at ১৮:৩১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর