৩জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ, একই পরিবারের ৩জনকে কুপিয়ে জখম

বগুড়ার গাবতলীতে শত্রুতার জের ধরে একই পরিবারের ৩জনকে বেধরক পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ এনে মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেল ৪টায় উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের পনিরপাড়া গ্রামে।

থানায় অভিযোগসূত্রে জানা গেছে, গতকাল বিকেলে উল্লেখিত পনিরপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন প্রামানিকের ছেলে খোরশেদ আলম (৩৫) এর বসতবাড়ীতে প্রতিপক্ষরা প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজের একপর্যায়ে তাকে লাঠিসোটা দিয়ে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে।

আরো পড়ুন :

> ঝিনাইদহে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
> দুর্নীতি বিষয়ে কুবি উপাচার্যের বক্তব্য সংবিধান পরিপন্থী : টিআইবি

এ সময় খোরশেদ আলমকে বাঁচাতে তার মা খালেদা বেগম (৫০) ও ছেলে সিয়াম হোসেন (১৫) এগিয়ে এলে তাদেরকেও ওই প্রতিপক্ষরা বাটাম, লাঠি ও লোহার রড দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম করে ৮আনা গহনা ছিনিয়ে নেয়। এ ঘটনায় গতকাল খোরশেদ আলম বাদী হয়ে মামুন (৩৭), আপেল (২৫) ও আ. মান্নান (৫৫) কে অভিযুক্ত করে মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

এ ব্যাপারে থানায় ডিউটিরত এ এস আই জাহাঙ্গীর আলম জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আগষ্ট ০২, ২০২৩ at ২১:১০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর