ঠাকুরগাঁওয়ে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর

ঠাকুরগাঁওয়ে অতিদরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয়। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
উন্নয়ন সংস্থা ইএসডিও’র আয়োজনে, সংস্থার মাইক্রোফিন্যান্স কর্মসূচির আওতায় ও পিকেএসএফ’র সহযোগিতায় চেক হস্তান্তর করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।
আরো পড়ুন :

> লোকসানের কথা বলে রেলপথ বন্ধ করে দিতে চেয়েছিল বিএনপি
> প্রেমের টানে সংসদ ছাড়লেন সিঙ্গাপুরের স্পিকার ও এমপি

এ সময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিকের ২৯ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেককে ১২ হাজার টাকা করে  তিন লাখ ৪৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়াও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া একজনকে ভর্তির জন্য ১৮ হাজার টাকার চেক প্রদান করা হয়।

জুলাই ১৯, ২০২৩ at ১৩:২৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর