চৌগাছায় অবৈধভাবে মাটি উত্তোলন করায় একজনের ১৫ দিনের জেল

যশোরের চৌগাছায় অবৈধভাবে মাটি উত্তোলন করায় শফিকুল ইসলাম (২৪) নামে একজনকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। শফিকুল ইসলাম উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাঙ্গীরপাড়া গ্রামের হাশেম পাঠানের ছেলে।

আরো পড়ুন :

> রাজশাহী নগরীর ঐতিহ্যবাহি সুখানদিঘি পুকুর ভরাট করে চলছে মার্কেট নির্মাণ !
> কালীগঞ্জ উপজেলা আ’লীগের নবগঠিত কমিটির সাথে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোগোলডাঙ্গা গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতেনাতে আটক হলে তাকে এই শাস্তি প্রদান করেন আদালতের বিচারক চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস। এ সময় আদালত মাটি উঠানোর কাজে ব্যবহৃত একটি স্কেভেটর (ভেকু) মেশিন জব্দ করা হয়। এসময় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার সাথে ছিলেন।

আদালতের বিচারক চৌগাছার এসিল্যান্ড গুঞ্জন বিশ্বাস বলেন, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।’ এসময় মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মেশিন জব্দ করা হয়। তিনি বলেন, এ ধরনের অভিযান অব্যহ থাকবে।

জুলাই ০৬, ২০২৩ at ২১:১৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর