চৌগাছায় এস.এস.সি ১৯৮৩ ও ২০০৩ ব্যাচের বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত

চৌগাছার ঐতিহ্যবাহি সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৮৩ ব্যাচের ঈদ পূর্ণ মিলনী ও এসএসসি ২০০৩ ব্যাচের দুই দশক পূর্তিতে বন্ধু মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ঈদের পরের দিন (৩০ জুন) সকালে প্রিয় বিদ্যালয়ে এসএসসি ১৯৮৩ ব্যাচের বন্ধুরা সকলে একত্রিত হন। এ সময় দীর্ঘ দিনের বন্ধু সকলে এক সাথে হতে পেরে একে অপারের সাথে কুশল বিনিময় করেন। সকাল ১০ টায় বিজ্ঞান ভবনের হল রুমে অনষ্ঠিত হয় আলোচনা সভা।

এতে আলোচনা করেন বন্ধু মহলের বন্ধু যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেওয়ান তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজ পত্রিকার সিনিয়ার স্টাফ রিপোর্টার বিএম আসাদ, বন্ধু আব্দুর রউফ, ভুট্টো খান, মশিয়ার রহমান, দেওয়ান শাহিন, মহিদুল ইসলাম, শাহিনুর রহমান প্রমুখ। তারা সকলেই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক একেএম শফিউদ্দিন স্যারকে বিশেষ ভাবে স্মরণ করেন। এ ছাড়া বিদ্যালয়ের প্রায়াত শিক্ষক ও ১৯৮৩ ব্যাচের বন্ধুদের মধ্যে যারা চির বিদায় নিয়েছেন তাদের জন্য দোয়া কামনা করেন।

এদিকে ঈদুল আযহার আগের দিন (২৮ জুন) সকালে একই বিদ্যালয় মাঠে এসএসসি ২০০৩ ব্যাচের দুই দশক পূর্তিতে বন্ধু মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সভা মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে আলোচনা করেন সেলিম রেজা, রাজু আহমেদ, তাহেরুজ্জামান সবুজ, আলিমুজ্জামান লিমন, শাহিনুর রহমান সুমন, আব্দুল্লাহ রনি, জেনিথ, আতিক হোসেন, পলাশ, সুফল, নাসির উদ্দিন লিংকন, আশরাফুল ইসলাম, সোনালী খাতুন, সুমি আক্তার, লিপি খাতুন, শিলা রানী কুন্ডু, ইয়াসনি আরাফাত, জামিনুর রহমান, ড.আবু মুসা ববির স্বপন, আরিফুল ইসলাম, আশিকুর রহমান, সুফল কুমার সাহা প্রমুখ। সুদুর লন্ডন থেকে স্কাইপে বন্ধু মিলন মেলার আলোচনায় অংশ নেয় হাসান মাহমুদ রাজ। দুপুরে সকলে এক টেবিলে বসে দুপুরের খাবার খাওয়ার পাশাপাশি বিকেলে বিদায় মুহুর্তে সকলে মিলে দুই দশক পূর্তির কেক কাটেন।