ঈদের দিনে বৃষ্টির বাগড়া

ঈদের দিনে বৃষ্টির বাগড়ায় চরম বিপত্তিতেই পড়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। সারাদেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।

মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুয়ায়ী পশু কোরবানি করছেন।বৃহস্পতিবার (২৯ জুন) সকালে ঈদের নামাজ শেষে পশু কোরবানি করছেন মুসলমানরা। তবে ত্যাগের এ উৎসবে বাগড়া দিয়েছে বৃষ্টি।

গত দুইদিনের মতো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি উপেক্ষা করেই ঈদের নামাজ শেষে মহল্লায় মহল্লায় নিজ নিজ পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ঢাকার সব অলিগলিতেই পশু কোরবানির দৃশ্য চোখে পড়ে।

রাজধানীজুড়ে ঘুরে দেখা গেছে, নামাজ শেষে পশু কোরবানির জন্য বৃষ্টি থামার অপেক্ষা করেছেন অনেকে। পরে বৃষ্টি আরও বেড়ে যাওয়ায় বিলম্ব না করে কোরবানি করেছেন কেউ কেউ।
বৃষ্টির পানিতে তলিয়ে গেছে অলিগলি। গোড়ান তিতাস রোডের দৃশ্য এটি। জমে যাওয়া বৃষ্টির পানি কোরবানির গরুর রক্তে লাল। ছবি: ভোরের কাগজ

ছাতা মাথায় নিয়ে কোরবানির কার্যক্রম তদারকি করছেন অনেকেই। আর কসাইরা বৃষ্টিতে ভিজেই পশুর চামড়া ছাড়ানোর কাজ করছেন। বৃষ্টির কারণে অধিকাংশ মানুষ বাসার নিচের গ্যারেজে পশু কোরবানি করেছেন।

অনেকের গ্যারেজে জায়গা সংকুলান না হওয়ায় বৃষ্টির মধ্যেই বাসার সামনের রাস্তায়, আবার কোথাও এলাকার ফাঁকা মাঠে পশু কোরবানি করছেন। কোরবানির পশু জবাই করতে মহল্লার এ বাড়ি থেকে ওই বাড়ি ছুটছেন মৌলভিরা।

এদিকে চুক্তিতে পশুর মাংস কাটতে আসা কসাইরাও ব্যস্ত সময় পার করছেন। একটার পর একটা পশুর চামড়া ছাড়িয়ে মাংস প্রস্তুত করে দিচ্ছেন তারা।