চৌগাছায় তীব্র লোডশেডিং এ কদর বেড়েছে তালপাখার

সারা দেশের মতো যশোরের চৌগাছা উপজেলায়ও শুরু হয়েছে তীব্র লোডশেডিং।এর সাথে ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সারাদিনে কোন রকম বিদ্যুৎ সরবরাহে দিশেহারা মানুষ।ফলে কদর বেড়েছে হাতের তৈরি তালপাখার।
বুধবার বিকালে চৌগাছা বাজারের বিভিন্ন তালের পাখার দোকানে ভিড় ছিলে চোখে পড়ার মতো। তীব্র লোডশেডিং এ কিছুটা স্বস্তি পেতে মানুষ ভিড় করছে এই হাতের তৈরি তালপাখার দোকানে।

আরো পড়ুন :

> বেনাপোল সীমান্তের গোল্ড সম্রাট দেব’ স্বর্ণের বারসহ আটক
> পাইকগাছায় শিক্ষক লাঞ্চিতের ঘটনায় শিক্ষকদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

তবে হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় কিছু অসাধু ব্যবসায়ীরা এক একটি তাল পাখা চার থেকে পাঁচ গুন বেশি দামে বিক্রয় করছেন।অনেক সময় দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা জড়াচ্ছেন তর্কে।
নাম প্রকাশ না করা শর্তে এক ব্যবসায়ী জানান,আগের মতো হাতপাখার আর তেমন চাহিদা নেই। কিন্তু হঠাৎ করে তীব্র লোডশেডিং হওয়ায় আমাদের দোকানে থাকা বেশ কয়েক বছরের পুরাতন তালপাখাও সব বিক্রি হয়ে গেছে।
তালপাখার ক্রেতা শিমুল রহমান,আজিজুর,মুজাহিদ জানান,তীব্র গরমে বাজারে তালপাখা কিনতে এসেছিলেন। গত সপ্তাহে যে তালপাখা ৪০- ৫০ টাকায় বিক্রি হয়েছে সেটা আজ ১২০ -১৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

জুন ০৭, ২০২৩ at ২০:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর