শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখতে ঐক্যের কোন বিকল্প নেই অ্যাড. মনির

যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক অ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখার জন্য ঐক্যের কোন বিকল্প নেই। নৌকা যার আমরা তার। আগামী সংসদ নির্বাচনে একটি ঐক্যবদ্ধ আওয়ামী লীগ যশোর-২ আসন নৌকার প্রার্থীকে বিজয়ী করে আবারও জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেয়া হবে ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার বিকালে বাঁকড়ায় চার ইউনিয়নের (বাঁকড়া, হাজিরবাগ, নির্বাসখোলা, শংকরপুর) এক যৌথ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ২১ মে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঝিকরগাছায় আলোচনা সভা সফল করার লক্ষ্যে এই প্রতিনিধি সভা করা হয়েছে। এভাবে উপজেলার প্রতিটি ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত ঘাপটি মেরে আছে। নির্বাচনের আগের তারা পূর্বের চেহারা দেখানোর চেষ্টা করবে। তাদেরকে প্রতিহত করার জন্য সকল কর্মীকে সজাগ থাকতে হবে।

বাঁকড়া হাই স্কুল হলরুমে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল ও সাধারণ সম্পাদক মুছা মাহমুদ।

হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগ নেতা অশোক দত্ত, বীর মুক্তিযোদ্ধা শাহাজান আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা বরীন্দ্রনাথ নন্দী, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, হাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, জেলা কৃষকলীগ আকবর হোসেন জাপানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার এনামুল কবীর, বিজ্ঞান ও প্রযুক্তি বিয়ষক সম্পাদক আবুল কাশেম, নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক মাস্টার হেলাল উদ্দীন খান, সাংগঠনিক সম্পাদক কাশেম আলী, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান, যুগ্নসাধারণ সম্পাদক আতিয়ার রহমান, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার আদম শফিউল্লাহ, নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী, মাবুদ খা, খাইরুল ইসলাম, যুবলীগ নেতা নুরুল হক গাজী, আসাদুজ্জামান আসাদ, তারিফ বিশ্বাস, মাহাবুর রহমান, আরিফ হোসেন প্রমূখ।

মে  ১৮, ২০২৩ at ২০:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এআ/ইর