বদলগাছীতে চাঁদাবাজির মামলায় কিশোর গ্যাং এর লিডার গ্রেপ্তার

নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে নাঈম হোসেন (২১) নামে এক কিশোর গ্যাং এর লিডারকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।চুরি ও চাঁদাবাজি মামলায় উপজেলার গোবরচাপা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাঈম উপজেলার সন্ন্যাসতলা (দূর্গাপুর) এলাকার সোহেলের ছেলে।তাকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

র‍্যাব-৫,জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান,গ্রেফতার নাঈম তার সহযোগী নয়নসহ আরো ৪-৫জনকে নিয়ে ওই এলাকায় অনেকদিন ধরে স্কুলগামী ছাত্র-ছাত্রীদের পথরোধ করে মোবাইল, টাকা-পয়সা কেড়ে নিয়ে নানা ভাবে হয়রানী করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৮মে এসএসসি পরীক্ষা দিতে আসা দুই পরীক্ষার্থীর টাকা-পয়সা, মোবাইল কেড়ে নেয় এবং মোটর সাইকেলের চাবি নিয়ে চাঁদা দাবী করার জের ধরে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

আরো পড়ুন :
> মদ খাওয়াকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন
> ‘মোকা’র কেন্দ্রে সৃষ্টি হওয়া ঢেউয়ের উচ্চতা ৪৯ ফুট (লাইভ)

পরবর্তীতে ১০ মে আবারো ওই পরীক্ষার্থীদের পথরোধ করে টাকা ও মোবাইল কেড়ে নিলে পরীক্ষার্থীদের অভিভাবক থানায় মামলা রুজু করেন।পরে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে গোবরচাপা এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামী কিশোর গ্যাং লিডার নাঈমকে গ্রেফতার করা হয়। তাকে জিডি মূলে বদলগাছী থানাপুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, চুরি ও চাঁদাবির ঘটনায় গত ১০ মে রকিব হোসেন নামে পরীক্ষার্থীর একজন অভিভাবক বাদী হয়ে নাঈম হোসেনসহ কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে র‍্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার নাঈমকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

মে  ১৩, ২০২৩ at ১৬:৩৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেসারসা/মেমহদ