শিবগঞ্জে নকল সরবরাহ করার সময় পুলিশের হাতে শিক্ষক আটক

ছবি- সংগৃহীত।

বগুড়ার শিবগঞ্জে গুজিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নকল সরবরাহ করার সময় পুলিশের হাতে শিক্ষক আটক। গতকাল মঙ্গলবার এসএসসি গণিত পরীক্ষা চলাকালে শহীদ জোহা খোকন (৩৪) নামের শিক্ষককে নকল সহ পুলিশ হাতে নাতে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা। আটকৃত শিক্ষক গুজিয়া কনফিডেন্স কে.জি স্কুলের একজন শিক্ষক।

পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৩ সালের এসএসসি পরীক্ষা চলছে। মঙ্গলবার গণিত পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলার গুজিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গুজিয়া কনফিডেন্স কে.জি স্কুলের সহকারী শিক্ষক (সমাজ বিজ্ঞান) শহীদ জোহা খোকন নকল সরবরাহ রহমান সময় পুলিশ তাকে হাতে নাতে আটক করে। পরে আটকৃতকে শিবগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান এর নিকট হাজির করা হয়। বর্তমানে ওই শিক্ষক শিবগঞ্জ থানায় পুলিশ হেফাজতে রয়েছে।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা বলেন, নকল সরবরাহের সময় খোকন নামে এক শিক্ষককে পুলিশ আটক করেছে। এব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা নেওয়ার জন্য অফিসার ইনচার্জ মনজুরুল আলমকে নির্দেশ প্রদান করা হয়েছে।

মে  ১০, ২০২৩ at ১২:২৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সামি/ইর