কাজিপুরে বুকে পানি আটকে এস এস সি পরীক্ষার্থীর মৃত্যু

চলমান এস এস সি পরীক্ষা ভোকেশনাল শাখার দুটি বিষয়ে পরীক্ষায় অংশ গ্রহন করলেও বাকি বিষয়গুলো পরীক্ষা দেওয়া হলোনা আইয়ুব সরকার ওরফে রতন সরকারের ।

সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার বিয়াড়া গ্রামের( সরকার বাড়ি) মৃত বাহাদুর সরকারের পুত্র আইয়ুব সরকারওরফে রতন সরকার (১৬) ৩ মে সকালে সাড়ে দশটার দিকে ভাত খাওয়ার পরে পানি খেলে হটাৎ বুকে পানি আটকে যাওয়ায় অসুস্থ হয়ে পড়লে স্বজনরা কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের স্বজনরা জানায় আইয়ুব যথারীতি সকালে ভাত খাওয়ার পরে পানি খেলে তার বুকে পানি আটকে গেলে ব্যাথায় ছটফট করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।কিন্তু ইতোমধ্যে সে মৃত্যুর কোলে ঢোলে পড়ে।

আইয়ুবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সাবেক পৌর কাউন্সিল তাসির উদ্দিন তাসু, পৌর ছাত্র লীগের নবাগত সভাপতি ফারুক হোসেন। এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত আইয়ুব সরকার ওরফে রতন সরকার উপজেলার শ্যামপুর মাধ্যমিক ভোকেশনাল ইন্সটিটিউটের বিল্ডিং মেইনটেইন্স টেড্রের ছাত্র হিসেবে উপজেলা সদর বিএম স্কুল এন্ড কলেজ কেন্দ্রে চলমান এস এস সি পরীক্ষা দিয়ে আসছিলেন বলে জানিয়েছেন ঐ প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল লতিফ । তার মৃত্যুতে শোকাহত কাজিপুর পৌরবাসি।

মে  ০৩, ২০২৩ at ১৭:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আসোচা/ইর