স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ

ঝিনাইদহের শৈলকুপায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ২৪/৭ ( সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

আরো পড়ুন :
> বরিশাল-সিলেট-গাজীপুরে নৌকার নতুন মাঝি
> যশোরে প্রেমিককে দিয়ে স্বামীকে খুন করালেন স্ত্রী, আটক-২

শনিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হাই এমপি ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- পরিচালক এমসিএইচ পরিবার পরিকল্পনা অধিদপ্তর ডা: জাহাঙ্গীর আলম প্রধান, ঝিনাইদহ পরিবার পরিকল্পনা উপ-পরিচালক এস এম আল কামাল, উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ, পৌর মেয়র কাজী আশরাফুল আজম, উমেদপুর ইউপি চেয়ারম্যান সাবদার হোসেন মোল্যা, বগুড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল, সারুটিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন । এছাড়া ১৪টি ইউনিয়নের এফ পি আই,এসএ সিএমও,এফ ডব্লিউ ভি,এফ ডব্লিউ এ,এইচ এ ও এ এইচ আইসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন ।

এপ্রিল ১৫, ২০২৩ at ২০:১১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মসু/ইর