খানসামা উপজেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল পাচ্ছে ৪০ হাজার পরিবার

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় দিনাজপুরের খানসামা উপজেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ১০ কেজি করে চাল পাচ্ছে প্রায় ৪০ হাজার পরিবার ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান জানায়, মঙ্গলবার (১১ এপ্রিল) থেকে আগামী বৃহস্পতিবার (১৩ এপ্রিল) পর্যন্ত উপজেলার ছয় ইউনিয়নে মোট ৩৯ হাজার ৪২৯ টি নিম্ন আয়ের পরিবারের মাঝে ১০ কেজি করে প্রায় ৪০০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে ।

আরো পড়ুন :
> পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটক উদ্বোধন করেছেন এমপি প্রিন্স
> নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক রোমেন বরখাস্থ

সরকারের এই নির্দেশনা বাস্তবায়ন করতে উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ এই চাল বিতরণ কার্যক্রম শুরু করেছে। সুষ্ঠু ভাবে চাল বিতরণ সম্পন্ন করতে তদারকি করছেন প্রশাসন ও ট্যাগ অফিসাররা ।

অভাবের সংসারে চাল পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান নিম্ন আয়ের পরিবারের সদস্যরা।

আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ বলেন, অসহায় দরিদ্র পরিবারগুলোর জন্য ঈদ উপহার দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ।

এপ্রিল ১১, ২০২৩ at ১৭:২৯:০০ (GMT+06)
দেশদর্পণ/ আক/মেইস/ ইর