বেনাপোলে প্রাথমিক বিদ্যালয়ের চুরি যাওয়া মালামাল সহ চোর গ্রেফতার

যশোরের বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চুরি যাওয়া সকল মালামাল উদ্ধারসহ সেলিম সরদার (৩২) নামে এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার ( ১০ এপ্রিল ) সকালে তাকে গ্রেফতার করে পোর্ট থানা পুলিশ ।

গ্রেফতার সেলিম, পিতা-মৃত শহীদ সর্দার, সাং – নারায়ণপুর,  থানা-বেনাপোল পোর্ট,  জেলা-যশোর ।

আরো পড়ুন :
> মায়ের জমি জোরপূর্বক লিখে নেওয়ার খবরে প্রতিবাদ মারপিটের ঘটনায় ২ ভাই গ্রেফতার
> ভোলায় হলুদ মরিচের সঙ্গে ক্ষতিকর রং মেশানোর অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা

পুলিশ জানায়,  গত ০১/০৪/২৩ খ্রিঃ বেনাপোল বাজার প্রাইমারি স্কুলে একটি চুরি সংঘটিত হয় এবং এ সংক্রান্তে স্কুলের সভাপতির এজাহারে বেনাপোল পোর্ট থানার মামলা নং- ৫, তারিখ ০২/০৪/২৩খ্রিঃ ধারা ৫৪৭/৩৮০ দঃ বিঃ রুজু হয় ।
এরই প্রেক্ষিতে ১০ এপ্রিল সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে থানার নারায়ণপুর আসামির বসত বাড়ি হতে চুরি হওয়া সকল মালামাল ল্যাপটপ, দুইটা প্রজেক্টর, প্রিন্টার, পানির মোটর, ফ্যান, বক্স সহ যাবতীয় হারানো জিনিসপত্র উদ্ধার করেছে ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান,  গ্রেফতারকৃত আসামীকে যশোর আদালতে পাঠানো হয়েছে ।

এপ্রিল ১০, ২০২৩ at ২০:৩২:০০ (GMT+06)
দেশদর্পণ/ আক/এএস্ব/ ইর