গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে হামলা ও লুটপাট আহত-৪

গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া মধ্যপাড়া পূর্ব শত্রুতার জেরে বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের মারপিটে মহিলাসহ ৪ জন আহত হয়েছে।

শুক্রবার (৭এপ্রিল) সকালে নিজড়া মধ্যপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নিজড়া মধ্যপাড়ার মোফাজ্জেল উকিলের ছেলে সোহাগ উকিল (২২), প্রবাসী গাউছ উকিলের স্ত্রী সাবিনা উকিল(৩৫), আহমেদ খা’র স্ত্রী বেদনা বেগম (৪০), এনজেল উকিলের স্ত্রী আন্না বেগম(২৫) আহত হয়।

পরে আহতদের এলাকাবাসী উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। নিজড়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার রহিচ উকিল বলেন, পূর্ব শত্রæতার জের ধরে ছোমেদ উকিলের ছেলে আইয়ুব উকিলের হুকুমে তার ছেলে একলাস উকিল , হুমায়ুন উকিলের ছেলে কায়েস উকিল ও কাবির উকিল।

খবির শেখের ছেলে মছিদ শেখ, বাদশা উকিলের ছেলে হাসিবুর উকিল, সাইদ শেখের ছেলে আজমান শেখ, মছিদ শেখের ছেলে নাঈম শেখ, সাহিদ শেখের ছেলে মোসা শেখসহ প্রায় শতাধিক লোকজন নিয়ে প্রবাসী গাইছ উকিল ও আমার বাড়িঘরে হামলা চালায় ও লুটপাট করে।

এসময় বাড়িতে থাকা মহিলাদের মারপিট করে গুরুত্বর আহত করে। পরে এলাকাবাসীর সহয়তায় তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করি।

গোপালগঞ্জ সদর থানায় ওসি তদন্ত শীতল চন্দ্র পাল বলেন, এব্যাপরে একটি অভিযোগ হয়েছে। প্রথমিক তদন্তের জন্য পুলিশ ওই এলাকায় তৎপর রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

এপ্রিল ০৭, ২০২৩ at ১৮:৫৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দুবি/সুরা