ভোলার শশীভূষণে দুই শিক্ষক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে অবসরজনিত দুই শিক্ষক ও ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) উপজেলার শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

অবসরজনিত বিদায়ী শিক্ষক হলেন শরীর চর্চা শিক্ষক আব্দুজ জাহের ও বিজ্ঞান বিভাগের শিক্ষক এস.এম শাহে আলম। শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো.মোশারেফ হোসেনের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি আলহাজ্ব জাহাগীর হোসেন মিয়াজী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান পাটোয়ারী।

এছাড়া আরও বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক এস.এম শাহে আলম, আব্দুজ জাহের, শশীভূষণ থানা আওয়ামী যুবলীগের আহŸায়ক মো. ফারুখ জুয়েল, শশীভূষণ থানা ছাত্রলীগ সভাপতি মো. তারেক পন্ডিত, বিদায়ী ছাত্র মো. আফনান, অধ্যয়নরত ছাত্র মো. ইয়াছিন আরাফাত প্রমূখ।

এসময় শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, ম্যানিজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক, সুধিবৃন্দ, সাবেক ছাত্র/ছাত্রী, বর্তমান ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন। এসময় অবসরজনিত বিদায়ী শিক্ষকগণ তাদের কর্মজীবনের বিভিন্ন দিক উল্লেখ করে নবীন শিক্ষকদের প্রতি শশীভূষণের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের সুনাম ধরে রাখতে সকল শিক্ষককে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।

বক্তারা বলেন, বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, জীবনের গন্তব্যস্থলে পৌঁছতে হলে এখন থেকে স্বপ্ন দেখতে হবে। এসএসসি ভালো ফলাফলের লক্ষ্যে নিয়ে সেভাবে অধ্যবসায় করতে হবে। ভালো রেজাল্ট করতে পারলে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন থাকবে।

এজন্য সকল পরীক্ষার্থীরা যাহাতে ভবিষ্যতে উচ্চ শিক্ষা লাভ করে দেশ এবং জাতির কান্ডারী হয়ে আত্বমানবতার সেবায় নিয়োজিত রাখতে পারেন সেজন্য সকল পরীক্ষার্থীদের উদ্দেশ্য বক্তরা এসব কথা বলেন। অনুষ্ঠানের সমাপনি বক্তব্যে প্রধান শিক্ষক মো. কামাল হোসেন বলেন, স্কুল জীবনের দুই বন্ধুকে আমার হাত দিয়ে অবসরজনিত বিদায় সংবর্ধনা দিতে কষ্ট হলেও একটু আনন্দিত।

আরো পড়ুন :
> লালপুরের গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
> বিপুল ভেজাল মসলা জব্দসহ আটক ৪ কারবারি

আমারও একদিন অবসরজনিত বিদায় নেব। এতে চাকুরী অবসর জনিত এস.এম শাহে আলম, আব্দুজ জাহের কে বিদ্যালয় কর্তৃক সম্মানা ক্রেস ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষথেকে বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।

মার্চ ২২, ২০২৩ at ২১:৩২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/কেশাভো/সুরা