অভয়নগরে ১৯ পরিবারের হাতে জমি ও গৃহ হস্তান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে যশোরের অভয়নগরে ১৯টি পরিবারের হাতে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে জমি ও গৃহের কাগজপত্র হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে কাগজপত্র হস্তান্তর করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, এলজিইডি প্রকৌশলী এস এম ইয়াফি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আলিমুর রাজিব।

আরো পড়ুন :
> গাবতলীর নাড়–য়ামালা হাইস্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
> পাইকগাছায় প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ ৬৬ পরিবার ভূমিহীন ও গৃহহীন মুক্ত

পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান, শিক্ষক মন্ডলী, সাংবাদিক, সুধীজন ও উপকারভোগী ১৯ পরিবারের সদস্যবৃন্দ।

মার্চ ২২, ২০২৩ at ১৯:৫৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/জাহো/সুরা