ঝিকরগাছার নিশ্চিন্তপুর বুদ্ধি প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করলেন উপসচিব

যশোরের ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর কেডিএস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এবং পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রালয়ের উপসচিব এরশাদ হোসেন খান। প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি এসে পৌছালে বিদ্যালয়ের কমিটি, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। পরে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থী, শ্রেণিকক্ষ, খেলার মাঠ সহ সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন, যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অসীত কুমার সাহা, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরীন।

আরো পড়ুন:
>নতুন কমিটি পেয়েছে কুবিতে বঙ্গবন্ধু পরিষদের একাংশ
>বগুড়ার গাবতলীতে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় স্বাগত মিছিল

জাতীয় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথ্রাপির কনসল্টেন ডা. বাপ্পি কবি শেখর, ঝিকরগাছা পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ, বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব শামসুল হক, কৃষিবিদ ইমামুল হক, নিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলমগীর হোসেন প্রমূখ।

মার্চ ২১, ২০২৩ at ১৮:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এআ/সুরা