ভোলায় ৪ জেলেসহ সাড়ে ৫ হাজার কেজি মাছ জব্দ

ভোলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে একটি ট্রলারসহ ৪ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৫ হাজার কেজি ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ জব্দ করা হয়েছে।সোমবার (১৩ মার্চ) ভোর রাতে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে এ মাছগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ড জানায়, গোপন তথ্যে খবর পেয়ে কোস্টগার্ডের একটি টিম সোমবার ভোর রাতে ইলিশা পয়েন্টে অভয়াশ্রমে অভিযান পরিচালনা করে। এ সময় ইলিশ ধরার অপরাধে একটি ট্রলার, সাড়ে ৫ হাজার কেজি মাছসহ ৪ জেলেকে আটক করা হয়।

আরো পড়ুন :
>পবিত্র মাহে রমজানে সিএমপি’র-নিরাপত্তা সমম্বয় সভা
>ভূঞাপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০২৩ উদযাপন

কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. এম হাসান মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ইলিশা লঞ্চঘাট এলাকার একটি ট্রলারে তল্লাশি চালিয়ে সাড়ে ৫ হাজার কেজি ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ জব্দ করেছি। এ সময় ৪ জেলেকে আটক করা হয়েছে। ইলিশ রক্ষায় এ অভিযান অব্যহত থাকবে। পরে জব্দকৃত মাছ মৎস্য বিভাগের উপস্থিতিতে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

তিনি আরও জানান, ইলিশের অভাশ্রম রক্ষায় ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পযর্ন্ত দুই মাস ইলিশসহ সকল প্রকার মাছ ধরায় নিষেধাজ্ঞা জারী করেছে সরকার।

মার্চ ১৩, ২০২৩ at ১৯:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/কাশা/মমেহা