ভূঞাপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০২৩ উদযাপন

টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ পালন করা হয়।

“মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাংগাইলের ভূঞাপুরে এই দিবসটি পালন করা হয়।

১৩ মার্চ সোমবার সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে ভুঞাপুর উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আরো পড়ুন :
>বিরামপুর দিওড়ে ভিডাব্লিউবি এর কার্ডের চাল বিতারণ
>সাভারে ১৪ কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূঞাপুর প্রাথমিক শিক্ষা অফিসার এমজি মাহমুদ ইজদানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মোছা. নার্গিস বেগম চেয়ারম্যান উপজেলা পরিষদ ভুঞাপুর।

সাইদুল ইসলাম সহকারী উপজেলা শিক্ষা অফিসার ভূঞাপুর, মাহবুবুর রহমান চৌধুরী সহকারী উপজেলা শিক্ষা অফিসার ভূঞাপুর, রেজাউল ইসলাম সহকারী উপজেলা শিক্ষা অফিসার ভূঞাপুর, মো. আজিজুর রহমান মিঞা সভাপতি প্রাথমিক শিক্ষক সমিতি ভূঞাপুর, আব্দুর রহমান সাধারণ সম্পাদক প্রাথমিক শিক্ষক সমিতি ভূঞাপুর। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক / শিক্ষিকা উপস্থিত ছিলেন।

মার্চ ১৩, ২০২৩ at ১৯:৪২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মাহামা/মমেহা