কাজিপুরে দুর্যোগ প্রস্তূতি দিবস পালন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় “মুজিব বর্ষে জাতীয় দুর্যোগ প্রস্তূতি দিবস -২০২৩” উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।৯ মার্চ বৃহস্পতিবার সকালে আর,ডি হাই স্কুল মাঠে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে আলোচনা সভা সহকারী কমিশনার (ভূমি) কাজী অনিক ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। তিনি বলেন, দুর্যোগ প্রতিরোধে করণীয়গুলো জনগণকে সচেতন করতে, প্রান্তিক পর্যায়ের মানুষের মাঝে তুলে ধরতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লা। এই সময়, উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান।
বাংলাদেশ স্কাউটস , কাজিপুর শাখার কমিশনার, আশরাফুল ইসলাম, সম্পাদক সেলিম রেজা, ক্লাব লিডার এনামুল হক সুমন। দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে মহড়া কাজিপুর ফায়ার সার্ভিসের সাব- অফিসার রফিকুল ইসলামের তত্ত্বাবধানে পরিচালিত হয়। মহড়া সঞ্চালনা ও নির্দেশনা প্রদান করেন, লিডার আলমগীর হোসেন। আরডি হাই স্কুলের শিক্ষার্থীরা মহড়ায় অংশ গ্ৰহণ করে।

মার্চ ০৯, ২০২৩ at ১৬:২২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আসোচা/মমেহা