কাজিপুরে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস

ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্যে ৮ মার্চ কাজিপুরে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে কাজিপুর উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা সহকারী কমিশনার (ভূমি) কাজী অনিক ইসলামের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রাণী সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত হয় ‌।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে সকল সেক্টরে নারীদের সম্পৃক্ত অনন্য দৃষ্টান্ত। ডিজিটাল যুগে প্রযুক্তির উত্তম ব্যবহারের মাধ্যমে অন লাইনে ব্যবসা করছেন নারী উদ্যোক্তাগণ। নারীর ক্ষমতায়ন এবং সমতার ভিত্তিতে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে।

আরো পড়ুন :
>অভয়নগরে আন্তর্জাতিক নারী দিবস পালন
>তেল-সারের দাম বাড়ে কিন্তু ধানের দাম বাড়ে না

আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্যের আলোকে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কৃষি কর্মকর্তা রেজাউল করিম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাসিবুল হাসিব, সাংবাদিক আবদুল জলিল ও আব্দুস সোবহান চান, তথ্য কর্মকর্তা মৌসুমী বসাক, নারী উদ্যোক্তা উম্মে হাবিবা। শেখ হাসিনার বার্তা, নারী পুরুষ সমতার প্রত্যয়ে দেশের নারী সমাজকে এগিয়ে নেয়ার অঙ্গীকারে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান অতিথিবৃন্দ।

মার্চ ০৮, ২০২৩ at ১৭:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আসেচা/মমেহা