সিলেটের শিববাড়িতে গভীর রাতে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয় ক্ষতি

ছবি- সংগৃহীত।

সিলেটের শিববাড়িতে গভীর রাতে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে শিববাড়ি দেব মার্কেটে আগুনের সূত্রপাত ঘটেছে।

আগুন লাগার এ বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আলাউদ্দিন জানান, রাতে আগুন লাগার খবর পেয়ে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত আড়াই টার দিকে মার্কেটের একটি দোকানে আগুন লাগে।

কিছু সময়ের মধ্যে দোকানটি ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে বিভিন্ন দোকানের ব্যবসায়ী ও কর্মচারীরা এসে আগুন দেখে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

আরো পড়ুন:
> নেপালে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প
> ভাষার মাসে তারুণ্যের ভাবনা

দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আলা উদ্দিন বলেন, মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগে ১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তাৎক্ষনিক আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফেব্রুয়ারি ২৩.২০২৩ at ১৭:২০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/এমএইচ