রাণীশংকৈলে বন্ধ স্থলবন্দর চালুর দাবীতে মানববন্ধন ও লংমার্চ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ধর্মগড় দেবীগঞ্জ স্থাল বন্দর বাস্তবায়ন সম্পর্কিত কমিটির আয়োজনে ধর্মগড়-দেবীগঞ্জ স্থলবন্দর সীমান্ত পাকিস্তান আমলে বন্ধ হওয়া স্থলবন্দরটি পুন:রায় ঘোষনা ও চালুর দাবীতে মানববন্ধন ও লং মার্চ কর্মসূচি পালন করেছে উপজেলাবাসী।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ধর্মগড়-দেবীগঞ্জ স্থলবন্দর বাস্তবায়ন কমিটি উপজেলার চেকপোস্ট বাজারে এটি চালুর দাবিতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন উপজেলাবাসী। পরে স্থল বন্দর চালুর দাবিতে মানববন্ধন ও লং মার্চ কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১টায় রাণীশংকৈল উপজেলা পরিষদের সামনেও মানববন্ধন পালন করা হয়।

এ মানববন্ধনে ধর্মগড়- দেবীগঞ্জ স্থলবন্দর বাস্তবায়ন সম্পর্কিত কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে বক্তব্য দেন, রাণীশংকৈল উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌরমেয়র মোস্তাফিজুর রহমান, সাবেক জেলা পরিষদ সদস্য ও আ’লীগ নেতা আব্দুল কাদের, ধর্মগড় ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম, ধর্মগড় দেবীগঞ্জ স্থলবন্দর বাস্তবায়ন সম্পর্কিত কমিটির সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোটের এ্যাডভোকেট মেহেদি হাসান শুভ।

সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির, আ’লীগ নেতা তারেক আজিজ, স্বেচ্ছাসেবকলীগ নেতা জাকারিয়া হাবিব ডন, সাংবাদিক ইসমাইল হোসেন, ছাত্রলীগ নেতা আতিক হোসেন প্রমূখ। পরে রাণীশংকৈল উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের হাতে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

আরো পড়ুন:
> মহম্মদপুরে মটরসাইকেল দূর্ঘটনায় শিক্ষক নিহত
> হাতীবান্ধায় ঘুষ দাবির প্রতিবাদে ট্রাক্টর মালিকের সংবাদ সম্মেলন

প্রসঙ্গত: ১৯৫৮ সালে যখন এখানে চেকপোস্ট ও স্থলবন্দর চালু ছিল তখন এখানকার ব্যবসা-বাণিজ্যের প্রসার ছিল। বর্তমানে প্রতিবছর এখানে ৩৭৩ ও ৩৭৪ নং পিলারের কাছে দুই দেশের মানুষের মিলন মেলা বসে।

দুই বাংলার লাখ লাখ মানুষ এই মেলায় অংশ নেন। এ স্থলবন্দরটি পুনরায় চালু হলে এপার এবং ওপার বাংলার সামাজিক, সাংস্কৃতিক, বানিজ্যিক ও চিকিৎসাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হবে বলে সুধিজন মনে করেন।

ফেব্রুয়ারি ২৩.২০২৩ at ১৬:০১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/এমএইচ