এবার চীন-তাজিকিস্তান সীমান্তে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ছবি- সংগৃহীত।

তাজিকিস্তানে সৃষ্ট ভূমিকম্পে কেঁপে উঠেছে চীন ও তাজিকিস্তান সীমান্ত এলাকা। স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৩৭ মিনিট) সৃষ্টি হওয়া এ কম্পনের মাত্রা ছিল ৭.২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চীন সীমান্ত থেকে ৮২ কিলোমিটার দূরে।

চীনের আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার এ তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়েছে।
এতে বলা হয়, শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে জিনজিয়াং প্রদেশের খাসগার এবং অর্টাক্স অঞ্চলে।
ভূমিকম্পের ফলে এখনো ক্ষয়ক্ষতি বা হতাহতের নিশ্চিত হওয়া যায়নি।

আরো পড়ুন:
>অবৈধ অস্ত্র উদ্ধারে ফের জোর
>বর্নিল আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস ও নবীন বরণ অনুষ্ঠান পালিত

ফেব্রুয়ারি ২৩.২০২৩ at ০৯:৫৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/এসআর