লালপুরে বিনম্র শ্রদ্ধায় পালিত হচ্ছে অমর একুশে

নাটোরের লালপুরে বিনম্র শ্রদ্ধায় পালিত হচ্ছে অমর একুশে। একুশের প্রথম প্রহরে উপজেলার বিভিন্ন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে লালপুর উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী ও উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা।

এরপর লালপুর থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারী দপ্তরের পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাসহ উপজেলার সর্বস্তরের জনসাধারণ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, সহকারী কশিনার (ভূমি) দেবাশীষ বসাক, লালপুর থানার ওসি মোনয়ারুজ্জামান, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিসহ সুধিজনেরা উপস্থিত ছিলেন।

এদিকে উপজেলার ওয়ালিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী, লালপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ আ. রহিম। এর পরে ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগও ছাত্রলীগের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

আরো পড়ুন:
>ভাষা আন্দোলনের ৭১ বছর: তারুণ্যের ভাবনা
>যথাযোগ্য মর্যাদায় বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রর অমর একুশে পালন

এছাড়াও সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সহকারী কশিনার (ভূমি) দেবাশীষ বসাক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষকসহ সুধিজনেরা উপস্থিত ছিলেন।

ফেব্রুয়ারি ২১.২০২৩ at ২১:৪৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/এসআর