দুইদিন ব্যাপি শশীভূষণে মুনলাইট প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা সদরে অবস্থিত শিশুদের জন্য ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান মুনলাইট প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে।শনিবার (১৮ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে শশীভূষণ মাধ্যমিক বিদ্যায়ের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মুনলাইট প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ প্রভাষক মো. বেল্লাল উদ্দিনের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান পাটোয়ারী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

আরো পড়ুন :
>রাঙ্গুনিয়ায় বেপরোয়া ট্রাক কেড়ে নিল ব্যাংকার রিফাতের জীবন
>কাজ শেষের এক মাসেও মজুরীর টাকা পায়নি কর্মসৃজন কর্মসূচীর ২৪শ শ্রমিক

এসময় রসুলপুর মহাবিদ্যালয়ের প্রভাষক মো. ইকবাল হোসেন খোকন, প্রভাষক কামরুল হাসান শিশির, বেগম রহিমা ইসলাম মহাবিদ্যালয়ের প্রভাষক তাপস চন্দ্র, সুধি বৃন্দ, মুনলাইট প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক, অভিবাবক ও ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এসময় স্কুলের শিক্ষার্থীরা দৌড় প্রতিযোগিতা, বল নিক্ষেপ, চকলের দৌড় সহ বিভিন্ন চমকপ্রদ ইভেন্টে অংশ গ্রহন করে।এদিকে আগামীদিন রোববার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১০ টা থেকে ক্রীড়া প্রতিযোগিতার বাকী ইভেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান ও যেমন খুশি তেমন সাজ সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবং বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হবে।

ফেব্রুয়ারি ১৮.২০২৩ at ১৬:৪৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/কশ/এমএইচ