সিলেটে ৪.৩ মাত্রায় ভূমিকম্পন

ছবি- সংগৃহীত।

সিলেটে ৪.৩ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫৬ মিনিটে ছাতকের ১১ কিলোমিটার উত্তর-পূর্বে এ ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মেঘালয়। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন।

‘রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৩। এর কেন্দ্রস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্য। এতে সিলেটে মৃদু কম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুসারে, এই ভূমিকম্পের গভীরতা ছিল ৬৪.৮ কিলোমিটার। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

আরো পড়ুন:
>৪র্থ সমাবর্তন উপলক্ষ্যে যবিপ্রবির পরিবহন শিডিউল
>এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে অন্তর, তার ইচ্ছা মানুষের মত মানুষ হওয়া

ফেব্রুয়ারি ১৬.২০২৩ at ১৫:৩৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/ এসআর