পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ভিডবিউবি কার্ড ও চাল বিতরণ

পত্নীতলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মহিলা অধিদপ্তরের আওতাধীন ২০২৩-২৪ চক্রের উপকারভোগীদের মাঝে পৃথক পৃথক ভাবে পত্নীতলা ইউপি ও আকবরপুর ইউপিতে ভিডবিউবি কার্ড ও চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার পত্নীতলা ইউনিয়ন পরিষদ চত্বরে পত্নীতলা ইউপির চেয়ারম্যান ওবায়দুল ইসলাম স্বপনের সভাপতিত্বে উক্ত ভিডবিউবি কার্ড ও চাল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেরা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার আমিনুল হক, ইউপি সদস্যবৃন্দ, উপকারভোগী প্রমুখ।

অপরদিকে আকবরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আকববরপুর ইউপির চেয়ারম্যান ওবায়দুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উক্ত ভিডবিøউবি কার্ড ও চাল বিতরণের উদ্বোধন করা হয়।

আরো পড়ুন:
>তদন্ত সাপেক্ষে জাবি প্রক্টরের অব্যাহতি দাবী
>জুয়ার আসর থেকে ০৫ জুয়াড়ি আটক

উল্লখ্য মহিলা অধিদপ্তরের আওতাধীন ২০২৩-২৪ চক্রের নতুন উপকারভোগীদের প্রতি মাসে ২২০ টাকা করে স্ব-স্ব হিসাব নম্বরে জমা রেখে প্রতি জনকে ৩০ কেজির এক বস্তা চাল প্রদান করা হবে এবং উক্ত উপকারভোগীরা দুই বছর পর তাদের সঞ্চয় হিসাবের সমদয় টাকা ফেরত পাবে বলে মহিলা বিষয়ক অধিদপ্তর সুত্রে জানাগেছে।

ফেব্রয়ারি ০২.২০২৩ at ১৮:৫২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআর