দিনাজপুর-৩ আসনে ১০টি ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (শীতবস্ত্র) বিতরণ

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দেশের মানুষের জন্য ১১৭ রকমের ভাতা দিয়ে আসছেন। অসহায় ও দরিদ্র মানুষের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন।

যাতে করে তারা শান্তিতে বসবাস করতে পারে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন সময়ে দিনাজপুরে তার বড় বোন দুই বারের মন্ত্রী ছিলেন। কিন্তু সদর উপজেলার রাস্তাঘাট পাকা হয়নি। দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দিনাজপুরের সর্বস্তরে ব্যাপক উন্নয়ন হয়েছে। এখনও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, প্রাণঘাতী করোনাকালে ঘরে ঘরে খাবার পৌছে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিয়েছেন বিনামুল্যে করোনার ভ্যাকসিন। মানুষের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে শেখ হাসিনা সরকার। দেশের উন্নয়ন এখন আর স্বপ্ন নয়, বাস্তবে রুপ নিয়েছে সকল ক্ষেত্রেই । ২০৪১ সালের মধ্যে এ দেশ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশের কাতারে।

আরো পড়ুন:
> চার শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ
> পদযাত্রা নয় পিছন যাত্রা- ওবায়দুল কাদের

২৮ জানুয়ারি শনিবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (শীতবস্ত্র) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোস্না, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহ ইয়াজ দান মার্শাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সাবেক সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, ১০ নং কমলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহচান হাবীব সরকার। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জসিম উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মমিনুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি ওয়াহেদুল আলম আর্টিষ্ট, ২নং সুন্দরবন ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, ৩ নং ফাজিলপুর ইউপি চেয়ারম্যান অভিজিত বসাক প্রমুখ।

জানুয়ারি ০৮, ২০২৩ at ১৬:৩৩:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস