মদনে মামা ভাগ্নে সংঘর্ষে আহত ১০

নেত্রকোনার মদনে ওয়ারিশের জমি ভাগাভাগি নিয়ে মামা ভাগ্নে সংঘর্ষে উভয় পক্ষে ১০ জন আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার আলমশ্রী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে গুরুতর আহত সাব্বির মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আহতদের মধ্যে বাইদুর, জহিরুল, মহসিন, রিজন, নূরুল ইসলাম , এতরাজ হোসেন, মোজাম্মেল, এজাদুল ও তমজিদকে মদন হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত একই গ্রামের ভাগ্নে সাব্বির ও মামা এজাদুলের সাথে ওয়ারিশের জমি ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সন্ধ্যায় ভাগ্নে সাব্বিরের সাথে ঔষধ ব্যবসায়ী মামা এজাজুলের তর্কবির্তক হয়। এরই জের ধরে রোববার সকালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে ১০ জন আহত হয়েছেন।

আরো পড়ুন:
>সিলেটে ২৮ মাস বয়সী শিশুকে বাচাতে এক বাবার সাহায্যের আবেদন
>চুয়াডাঙ্গার পাশাপাশি যশোরেও আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা

মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, ওয়ারিশের জমি নিয়ে মামা ভাগ্নের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

জানুয়ারি ০৮.২০২৩ at ১৭:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এমএইচ