বেড়ায় ফেন্সিডিলসহ এক মহিলা মাদক ব্যবসায়ী আটক

পাবনার বেড়া উপজেলাধীন আমিনপুরে রিনা বেগম (৩৪) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে ৩৬ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে থানা পুলিশ। সে জাতসাখিনী ইউনিয়নের টাংবাড়ী পশ্চিম পাড়া গ্রামের মিজানুর শেখের স্ত্রী। জানা যায়, গতকাল (০৫ জানু) বৃহস্পতিবার দুপুর ১টার দিকে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টাংবাড়ী পশ্চিম পাড়া এলাকায় নারী মাদক ব্যবসায়ী পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকদ্রব্য বেচাকেনা করছে।

এমন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টার দিকেই পুলিশের একটি দল ওই এলাকায় তার স্বামীর বাড়িতে অভিযান চালিয়ে খাটের নিচে লুকিয়ে রাখা ৩৬ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে আটক করেছে।

আরো পড়ুন :
>চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপ-নির্বাচন, গোমস্তাপুরে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল  
>রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদ সংসদে শেষ ভাষণে যা বললেন

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বিকার করে বলেন,আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। আটক রিনা বেগমের বাবার বাড়ি দিনাজপুর থেকে মাদকদ্রব্য ফেন্সিডিল এনে পাবনার বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিলেন। আটক রিনা বেগমের নামে আরও ২টি মাদক মামলা রয়েছে ।

জানুয়ারি ০৫.২০২৩ at ১৯:৫২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর