রাণীশংকৈলে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) এর শীতবস্ত্র উপহার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) এর শীতবস্ত্র উপহার পেয়েছে তিন শতাধিক শীতার্ত মানুষ। আব্দুল্লাহ আল সুমন স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) এর শীতবস্ত্র উপহার পেয়েছে তিন শতাধিক শীতার্ত মানুষ।

বুধবার সাড়ে ১১ টার দিকে উপজেলার গোগর ঈদগাহ মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করেন বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান। এর আগে তিনি বিজিবির শীতকালীণ প্রশিক্ষণ পরিদর্শন করেন।

শীতবস্ত্র বিতরণ শেষে রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান বিএসপি, বিজিওম, পিএসসি বলেন, বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) চলতি শীত মৌসুমে অসহায়, দুস্থ্য, গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও রাণীশংকৈলের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো।

আরো পড়ুন:
>পাবনায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন 
>শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলো এক নির্মাণশ্রমিক
>দিনাজপুরে জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শীতকালীন প্রশিক্ষণ বিষয়ে তিনি বলেন, পেশাগত উৎকর্ষতার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। শীতকালীন প্রশিক্ষণের মাধ্যমে বিজিবি সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আভাযানিক, প্রশাসনিক এবং সাংগঠনিক দক্ষতা নিশ্চিৎ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, পরিচালক অপারেশন রংপুর রিজওয়ান লে. কর্ণেল সালাউদ্দীন নয়ন পিএসসি, ঠাকুরগাঁও ৫০ বিজিবির সিও লে. কর্ণের এ এম জাহিদ পারভেজ, ঠাকুরগাঁও সদর সেক্টর কমান্ডার কর্নেল সোহরাব হোসেন পিএসসি, ৫৬ সিও লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম সহ বিজিবি সদস্যগণ।

জানুয়ারি ০৪.২০২৩ at ১৮:০৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর