নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত যশোরের শিক্ষার্থীরা

নতুন বছর নতুন ক্লাস। আর তার সাথে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বাসিত যশোরের শিড়্গার্থীরা। আজ বছরের প্রথম দিন বই উৎসবে জেলায় ২০ লাখ ২৭ হাজার পিস বই বিতরণ করা হয়েছে। আজ সকাল ৯টায় জেলা প্রশাসক মো: তমিজুল ইসলাম খান যশোর সরকারি বালিকা বিদ্যালয়ে এ বই উৎসবের সূচনা করেন।

এ বছর প্রাথমিক বিদ্যালয়ে ৮ লাখ ২৭ হাজার এবং মাধ্যমিক পর্যায়ে ১২ লাখ বই বিতরণ করা হয়েছে। নতুন এ বই পেয়ে উচ্ছ্বাসিত শিড়্গার্থী ও তাদের অভিভাবকগণ। এদিকে জেলা প্রশাসক জানান, বছরের প্রথম দিনে বই দিতে সারাবছর নিবিড়ভাবে কাজ করতে হয়।

আরো পড়ুন :
>সিলেট মহিলা টিটিসিতে শিক্ষক সংকটের অযুহাতে, ১৫ বছর ধরে কর্মরত এক শিক্ষিকা
>পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেলো বাংলাদেশী যুবকের 

সারাবছরের কষ্ট আজ সার্থক হয়েছে শিড়্গার্থীদের হাতে বই তুলে দেয়ার মধ্য দিয়ে। এ বইয়ের মাধ্যমে শিড়্গার্থীরা উৎসাহিত হবে এবং সারাবছর লেখাপড়া মনযোগী হবে।

জানুয়ারি ০১.২০২৩ at ১৮:০১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এমএইচ