গাজীপুরে ঝুট গোডাউনে আগুন

ছবি- সংগৃহীত।

গাজীপুরের দেওলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার সকালে সাড়ে ৭টার সময় আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন ।

মো. আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিন ইউনিট কাজ করছে, পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণ আনতে বেগ পেতে হচ্ছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন দেউলিয়াবাড়ি এলাকার ঝুট গোডাউনে আগুন দেখতে পায় তারা। এলাকাবাসী প্রথমে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসের খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

আরো পড়ুন :
>স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধন আজ
>বাংলাদেশের খেলা থাকলে আইপিএলে যেতে পারবে না কেউ: পাপন
>ঝিনাইদহে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার, ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী

ডিবিএল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মিরাজুল ইসলাম বলেন, বুধবার সকাল ৭টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাই। এখন ডিবিএলের ১ ইউনিট ও জয়দেবপুরের ২ ইউনিটসহ মোট ৩টি ইউনিট কাজ করছে। আগুনের ভয়াবহতা খুব বেশি না। আশা করছি দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসবে। তবে আগুন কীভাবে লেগেছে এটা এখনো জানতে পারিনি।

ডিসেম্বর ২৮.২০২২ at ০৯:৫৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এমএইচ