ঝিনাইদহে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার, ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে ঝিনাইদহ জেলা জাসাস এর আহবায়ক এম এ কবীর এর সভাপতিত্বে ঝিনাইদহ জেলা জাসাস কর্তৃক ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উজ্জাপন করা হয়।

এ সময় প্রাধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ এম এম মজিদ, প্রাধান বক্তা হিসাব উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু, বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা জাসাস এর সিনিয়র যুগ্ম আহবায়ক সাজেদুর রহমান সাজু, নুরুল আলম রান্নু, হুমায়ুন কবির মিরন, ইকবাল হায়দার রাজা, সহ আরো অনেকে।

আরো পড়ুন:
>ঠাকুরগাঁওয়ে যৌতুক বিহীন ২৪ জোড়া বিবাহ অনুষ্ঠিত
>ঝিনাইদহে গড়াই পরিবহনের ধাক্কায় নিহত ১
>যশোরে ইয়াবা বেচাকেনার অভিযোগে এক যুবক গ্রেফতার

বক্তারা বলেন এ সরকার জনগণের ভোটের অধিকার হরন করেছে। পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশে নেই যে দেশে দিনের ভোট রাতে হয়। কিন্তু আমাদের এই সোনার বাংলাদেশে দিনের ভোট রাতে হয়। মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই।

ঘরে থাকলে গুম, আর বাহিরে থাকলে খুন। এমনই অবস্থায় দেশ চলছে। সরকার আবারও ভোট চুরি করে ক্ষমতায় আসতে চাই। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন ঝিনাইদহ জেলা জাসাস এর সদস্য সচিব কামরুজ্জামান লিটন।

ডিসেম্বর ২৭.২০২২ at ২১:৫৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এমএইচ