যশোরে জেসিআই’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

যশোরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে আন্তর্জাতিক ব্যবসায়িক সংগঠন জেসিআই (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল)। আজ সন্ধ্যায় শহরের একটি অভিজাত আবাসিক হোটেলে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেন্ট্রাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ আরো অনেকে। অনুষ্ঠানে অতিথিরা জানান, ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের সংগঠিত করে সহযোগিতার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি।

আরো পড়ুন :
দিনাজপুর প্রীতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন স্কাইটেল
২য় যবিপ্রবিয়ান হিসেবে বাংলা চ্যানেল পাড়ি দিলেন তারেক
রেমিটেন্স যোদ্ধার লাশ দেশে আসবে কি ভাবে ?

বাংলাদেশের উদিয়মান তরুণদেরকে নিয়ে কাজ করার লক্ষ্যে আজ থেকে যশোরে এর যাত্রা শুরু হলো। তারা আরো বলেন, এই সংগঠনটি শুধু বাংলাদেশেই নয়, বিশে^র ১২৪টি দেশের তরুণদের নিয়ে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠান শেষে ব্যারিস্টার শেখ মতিউর রহমানকে সভাপতি ও শেখ মাহমুদুল হাসানকে সেক্রেটারি নির্বাচিত করা হয়।

ডিসেম্বর ২৩.২০২২ at ২১:৩৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর