যশোর শেখ হাসিনা আইসিটি পার্কে বিজয় দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

যশোরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নদেখা ও এম এম ডি এফ বিডির আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, কুইজ, আবৃত্তি, রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) শেখ হাসিনা আইসিটি পার্কের সপ্তমতলায় আয়োজক সংগঠনের হলরুমে অনুষ্ঠান করা হয়।

সমগ্র আয়োজনে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব উন্নয়নের সহকারি পরিচালক খন্দকার জাকির হোসেন ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু।

অ্যাবাকাস সফট বিডি লিমিটেডের চেয়ারম্যান জহির ইকবাল নান্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্ট্যাটাপের সহ-সভাপতি মুনসুর হাওলাদার ও অ্যাবাকাসের পরিচালক আফরোজা খাতুন বকুল। অনুষ্ঠান সঞ্চলনা করেন তাবাস্সুম আক্তার ইভা।

আরো পড়ুন :
>আশীর্বাদ হোপ সেন্টার এন্ড এ,জি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
>রোহিঙ্গা সংকটের অবসানে নিরাপত্তা পরিষদ প্রস্তাব পাস
>পদ ফিরে পেতে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন ডা. মুরাদ

অনুষ্ঠানে প্রধান অতিথি কুইজে প্রথম আরমান, দ্বিতীয় যুবরাজ ঘোষ, তৃতীয় আয়াত, আবৃত্তিতে প্রথম মারিয়া, দ্বিতীয় আহনাফ, তৃতীয় লাবণ্য, উপস্থিত বক্তৃতায় প্রথম রত্না পারভীন, দ্বিতীয় আল আমিন হোসেন ও তৃতীয় হুসনা খাতুনের হাতের পুরস্কার তুলে দেন।

ডিসেম্বর ২২.২০২২ at ২০:৩৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর