শিবগঞ্জে গাক এনজিও’র বাংলা- সেপ কর্মসূচির কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এনজিও’র মার্কেট ওরিয়েন্টেড এগ্রিকালচার প্রমোশন প্রজেক্ট ফর স্মলহোল্ডার হটিকালচার ফামার্স থ্রট মাল্টি স্টেক হোল্ডার পার্টনারশীপ (বাংলা-সেপ) কর্মসূচির আওতাঁয় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার গুজিয়া গাক মডেল অফিসে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জাইকার প্রশিক্ষণ ও প্রকল্প সমন্বয়ক ইকোসিবুয়া।

আরো পড়ুন :
ভাঙ্গুড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
পাইকগাছায় মসজিদের ছাঁদ থেকে অস্ত্র, বোমা, গুলি ও জিহাদী বই উদ্ধার

এসময় উপস্থিত ছিলেন গাক এনজিও’র যুগ্ম পরিচালক হাসান আশরাফুজ্জামান কনক, প্রকল্পের সিনিয়র এগ্রিকালচার অফিসার ছানাউল হক, উৎপাদন ও ফসল বিশেষজ্ঞ মুশফিকুর ইসলাম, এগ্রিকালচার এ্যাসিস্টেন্ট অর্পিতা রায়, গাক এনজিও’র এরিয়া ম্যানেজার আতাউর রহমান, শাখা ব্যবস্থাপক আল হেলাল প্রমূখ।
প্রসঙ্গতঃ জাইকার অর্থায়নে শিবগঞ্জে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

ডিসেম্বর ১৪.২০২২ at ১৮:৩২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর