যশোরের শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ

ছবি: সংগৃহীত

হান মুক্তিযুদ্ধে দেশের শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ আর ঘৃণ্য হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল নিয়ে সমেবত হচ্ছিলেন যশোরবাসী। বুধবার সকাল আটটায় চাঁচড়া শহীদ বেদিতে পুস্প স্তবক অর্পণ করে দিবসের কর্মসূচি শুরু করে যশোর জেলা প্রশাসন।

জেলা প্রশাসক তমিজুর ইসলাম খানের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তাগণ শ্রদ্ধা জ্ঞাপণ করেন। এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নেতৃত্বে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলের নেতৃত্বে জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা রবিউল আলম ও এ এইচ এম মুযহারুল ইসলাম মন্টুর নেতৃত্বে বীরমুক্তিযোদ্ধাগণ, জেলা কমান্ডান্ট সনজয় কুমার সাহার নেতৃত্বে আনসার ও গাম প্রতিরক্ষা বাহিনী, জেলা শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম আজমের

নেতৃত্বে জেলা শিক্ষা অফিস, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিকের সিভিল সার্জনের কার্যালয়, নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলামের নেতৃত্বে গণপূর্ত বিভাগ, সহকারী পরিচালক সালেহ উদ্দীনের নেতৃত্বে আঞ্চলিক পাসপোর্ট অফিস শ্রদ্ধা জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ।

আরো পড়ুন:
>রমজানে ৮টি পণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক
>বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ২৭৮

এরপর একে এক্বে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড যশোর, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়, যশোর জিলা স্কুল, প্রাণী সম্পদ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, যশোর কলেজ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, আইডিইবি, জেলা জাসদ, হোমিও চিকিৎসক ও পেশাজীবী সংগঠন, যশোর পল্লী বিদ্যুত সমিতি-১, আমিনিয়া কামিল মাদ্রাসা, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর সরকারি মহিলা কলেজ, বাংলাদেশ ছাত্রলীগ যশোর জেলা, বাংলাদেশ পানি উন্নয়ন

বোর্ড, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, জেলা পরিসংখ্যান অফিস, স্বপ্ন দেখো, মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন, যশোর বিজ্ঞাণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দুইশ’ ৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), সরকারি সিটি কলেজ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট পার্টি, সড়ক ও জনপথ বিভাগ, অগ্নিবীণা কেন্দ্রিয় সংষদ, বাংলাদেশ ছাত্রলীগ যবিপ্রবি শাখা, ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, রাঙা প্রভাত, জেলা বিএনপি

ও তার অঙ্গ সংগঠন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সম্মিলিত সাংষ্কৃতিক জোট, শিল্পকলা একাডেমি, প্রথম আলো বন্ধু সভা, যশোর মেডিকেল কলেজ, যশোর পলিটেকনিক ইনস্টিটিটিউট, থিয়েটার ক্যানভাস, যশোর পৌরসভা, দৈনিক প্রতিদিনের কথা, কাজী নাবিল আহমেদের পক্ষে নেতৃবৃন্দ, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা যুবলীগ, ব্যাঞ্জন যশোর, সরকারি এম এম কলেজ, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ যশোর জেলা শাখা, জেলা

আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন, বঙ্গবন্ধু সাংষ্কৃতিক জোট, প্রেসক্লাব যশোর, জেলা সংবাদ পত্র পরিষদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে), বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জেলা ছাত্র মৈত্রী, যুব মৈত্রী, বাংলাদেশ ওয়াকার্স পার্টি, জাতীয় শ্রমিক ফেডারেশন, জেলা কৃষকলীগ শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করে। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন কালেক্টরেট মসজিদের মোয়াজজিন ক্বারী রফিকুল ইসলাম।

গীতা পাঠ করেন জেলা প্রশাসকের কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা প্রবীর কুমার সরকার, এবং বাইবেল থেকে পাঠ করেন ধর্মতলা এজি চার্চের পুরোহিত আগাস্টিন মানিক গাটিয়া। ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ শেষে এক জায়গায় দাঁড়িয়ে তিন ধর্মগুরুর একান্ত আলাপচারিতা অসাম্প্রাদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি উঠে আসে।

ডিসেম্বর ১৪, ২০২২ at ১৮:০১:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস