যুবদল নেতা টুকু-নয়ন কে গ্রেফতারে নিন্দা, প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবী

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন কে গ্রেফতার ও রিমান্ডে নেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবী করে ভোলার শশীভূষণ থানা যুবদলের নেতৃবৃন্দরা বিবৃতি দিয়েছেন। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে শশীভূষণ থানা যুবদলের নেতৃবৃন্দরা এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান এবং টুকু-নয়নের নিঃশর্ত মুক্তির দাবী করা হয়।

বিবৃতিদাতারা হলেন শশীভূষণ থানা যুবদল নেতা মো. কামরুজ্জামান শাহীন, মো. মাকসুদুর রহমান, মো. ফারুখ জমাদার, মো. নুরুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. জিয়া উদ্দিন, মো. বেলায়েত হোসেন, মো. কাউয়ুম মৃর্ধা, মো. সেলিম সরকার, মো. মিরাজ, মো. রাসেল রাড়ী, আ. আলী, মো. নয়ন, মো. মাসুদ, মো. আল আমিন, মো. হেলাল, মো. মাসুদ চৌধুরী, মো. সাইফুল বেপারী, মো. সবুজ, মো. রাকিব খান, মো. কামরুল, মো. ইমন, মো. মনির হোসেন, মো. কামাল হোসেন, মো. আব্বাস, মো.শহিদুল্লাহ কাজী, মো. শাহাবুদ্দিন, মো. বসির সিকদার, মো. পারভেজ, মো. ইব্রাহীম, মো. রোকনুজ্জামান, মো. এনায়েত হোসেন প্রমূখ।

আরো পড়ুন:
যেভাবে ভ্রমণ করা যাবে ঢাকার মেট্রোরেলে
বারোবাজারে আ’লীগ অফিসে বোমা বিষ্ফোরণ
আইটি বিভাগে লোকবল নেবে বাসস

তারা বিবৃতিতে বলেন, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী সরকার ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য বিরোধীদলকে দমন করার যে অপরাজনীতি শুরু করেছে তারই ধারাবাহিকতায় আইন শৃঙ্খলা বাহিনীদের ব্যবহার করে নিরাপরাধ কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ শত শত নেতাকর্মীদের গ্রেফতার করে সাজানো মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে।

এভাবে মিথ্যা মামলা দায়ের করে, নির্যাতন করে চলমান এই আন্দোলনকে দমন করা যাবে না। বিএনপি জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকারের পতন ঘটাবে। নেতৃবৃন্দ অবিলম্বে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ সকল গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

ডিসেম্বর ০৫.২০২২ at ১৪:১৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর