রাণীশংকৈল মডেল স.প্রা.বি প্রধান শিক্ষকের অবসর উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা

ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহ, সুনামধন্য এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিনের চাকুরির অবসরজনিত বিদায় সংবর্ধনা মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে রাণীশংকৈল উপজেলা প্রাথমিক রিসোর্স সেন্টার হলরুমে অনুষ্ঠিত হয়। স্কুল কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যায়ের পরিচালনা কমিটির সভাপতি সাইফুল আলম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রাহিমউদ্দীন।

আরো পড়ুন:
পাইকগাছায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার-বীজ সহ বিভিন্ন উপকরণ বিতরণ
ঝিকরগাছায় পত্রিকা পরিবেশকের ছেলে  সূর্য চক্রবর্তী চিকিৎসক হতে চায়
চৌগাছায় অদক্ষ চালকের হাতে বিভিন্ন যানবাহন, বাড়ছে দূর্ঘটনা

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুঞ্জুরুল আলম, সীমান্ত বসাক, ঘনশ্যাম রায়, মডেল সপ্রাবি পরিচালনা কমিটির সহ-সভাপতি সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, স্কুল পি টি’র সভাপতি সারোয়ার হোসেন বিপ্লব, সহ-সভাপতি সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক।

এছাড়াও সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, ধীরেন্দ্রনাথ রায়, বদরুল আলম, অভিভাবকবৃন্দ, ছাত্র-ছাত্রী প্রমুখ উপস্থিত ছিলেন৷ শিক্ষক ফরিদা ইয়াসমিন দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ে সুদক্ষ ও সুনামের সহিত শিক্ষকতা পেশার সাথে জড়িত ছিলেন। পরে বিদায়ী প্রধান শিক্ষককে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

নভেম্বর ২৯.২০২১ at ২০:২১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর