এসএসসির ফলাফলে এবারও, ঝিকরগাছা বিএম হাইস্কুল শীর্ষে

যশোরের ঝিকরগাছা উপজেলার ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ ঝিকরগাছা বিএম হাইস্কুলটি লেখাপড়ার মানোন্নয়নে এবারও ব্যাপক সাফল্য অর্জন করেছে। ২০২২ সালে বিদ্যালয় থেকে ৩০৫ জন এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে শতভাগ পাশ করেছে। এবারের ফলাফলে ৮২জন গোল্ডেনসহ ১৬৭ জন এ প্লাস, ১১০ জন, ২১জন এ মাইনাসসহ বিভিন্ন গ্রেডে সকলেই পাশ করেছে। সোমবার দুপুরে বিদ্যালয়ে এসএসসি ফলাফল ঘোষনার শুভ মুহুর্তে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে উৎফুল্ল লক্ষ্য করা গেছে।

বিদ্যালয়ের ধারাবাহিক কাঙ্খিত ফলাফল অর্জনে প্রধান শিক্ষক আব্দুস সামাদ তার প্রতিক্রিয়ায় বলেন, লক্ষ্য অর্জনে বিজ্ঞ পরিচালনা পর্ষদ, অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যাবসায় ও একাগ্রতার পাশাপাশি অভিভাবকদের দায়িত্বশীলতার কারনে এ ফলাফল লাভ সম্ভম হয়েছে। তিনি যশোর বোর্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল উল্লেখ করে বলেন, এমপিওভুক্ত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বিএম) হাইস্কুল এবছর এসএসসি ফলাফলে সেরা হয়েছে। এছাড়া এসএসসির ফলাফলে যশোর জেলায় তৃতীয় ও ঝিকরগাছা উপজেলায় প্রথম স্থান লাভ করেছেন।

আরো পড়ুন:
সাংবাদকিপুত্র অন্তর আইনজীবী হতে চাই
ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় বড় ভাই নিহত 
বোর্ড সেরা যশোরঃ ধারাবাহিক ভাবে এবারও ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা

এছাড়া এবারের এসএসসির ফলাফলে ঝিকরগাছায় এ প্লাস প্্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, ঝিকরগাছা সরকারী এম এল মডেল হাইস্কুল ৪৪জন, পাইলট বালিকা বিদ্যালয় ভোকেশনালে ৩২জন সহ ১১৮জন, সুরোতজান মাধ্যমিক বিদ্যালয় ১৩জন, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় ১৩জন, শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় ৯জন, লাউজানী এন এম মাধ্যমিক বিদ্যালয় ৫জন, সম্মিলনী মাধ্যামিক বালিকা বিদ্যালয় ২০জন, টাউরা আজিজুর রহমান স্কুল ৩৬জন, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় ১৩জন, পারবাজার মাধ্যমিক বিদ্যালয় ০১জন, বোধখানা মাদ্যমিক বিদ্যালয় ০১জন, রঘুণাথপুর মাধ্যমিক বিদ্যালয় ১৬জন।

বাঁকড়া জেকে মাধ্যমিক বিদ্যালয় ৩১ জন, নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয় ০৭জন, হরিদ্রাপোতা মাধ্যমিক বিদ্যালয় ০২জন, মাটশিয়া মাধ্যমিক বিদ্যালয় ০৫জন, বল্লা বি এন কে মাধ্যমিক বিদ্যালয় ০৪জন, মাটিকোমরা মাধ্যমিক বিদ্যালয় ০৮জন, দিকদানা মাধ্যমিক বিদ্যালয় ০৪জন, শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয় ০৫জন, বাঁকড়া-হাজিরবাগ আইডিয়াল বালিকা বিদ্যালয় ১১জন, শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় ১৭জন, জেডিপিকে মাধ্যমিক বিদ্যালয় ০৩জন, গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় ১৫জন, মোকামতলা মাধ্যমিক বিদ্যালয় ১৩জন, মাগুরা-ডহরমাগুরা মাধ্যমিক বিদ্যালয় ০৯জন, ছুটিপুর মাধ্যমিক বিদ্যালয় ০১জন, অমৃতবাজার বালিকা বিদ্যালয় ০৩জন, বায়সা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় ১৩জন, সেন্টলুইস মাধ্যমিক বিদ্যালয় ০৬জন, আঙ্গারপাড়া মাধ্যমিক বিদ্যালয় ০৩জন, ধানপোতা মাধ্যমিক বিদ্যালয় ০৫জন।

নভেম্বর ২৮.২০২১ at ১৮:৫২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এমএইচ