বেনাপোলে ১০ পিচ স্বর্ণের বারসহ দুই ভাই আটক

 যশোরের বেনাপোল থেকে ১০ পিচ (১কেজি ২০০ গ্রাম ওজনের) স্বর্ণের বার সহ আপন দুই ভাইকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে বেনাপোল পোর্ট থানার গাজীপুর এলাকার পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার পীরপুরকুল্লার মুন্সিপুর গ্রামের শফিকুল ইসলামের দুই ছেলে মিলন হোসেন (২৮) ও হিরন মিয়া (২৫)।

আরো পড়ুন :
ঘূর্ণিঝড়ে ষাটনল তারবিয়াতুল উম্মাহ মহিলা মাদরাসা লন্ডভন্ড

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সৈয়দ মিনহাজ সিদ্দিকী জানান, স্বর্ণ পাচারের গোপন খবরে, পোর্ট থানার গাজিপুর এলাকার পাকা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে ১০ পিচ স্বর্ণের বারসহ তাদেরকে আটক করা হয়।

এবং আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

অক্টোবর ২৭,২০২২ at ১৩:২৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এএস/এমএইচ