গোপালগঞ্জে ঐক্য পরিষদের সকাল সন্ধ্যা গণঅনশন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসাবে ৭ দফা দাবী আদায়ে গোপালগঞ্জেও সকাল সন্ধ্যা গণঅনশন কর্মসূচী পালিত হয়েছে। আজ শনিবার (২২ অক্টোবর) স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরের উন্মুক্ত মঞ্চে এ গণ অনশন কর্মসূচীতে জেলার ৫ টি উপজেলার ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণর সম্পাদক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয় সংগঠনসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট সুনীল কুমার দাস, এ্যাডভোকেট বিষ্ণু অধিকারী উপস্থিত ছিলেন।

গণঅনশন চলাকালীন সময়ে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখার আহ্ববায়ক বীর মুুক্তিযোদ্ধা প্রদীপ কুমার বিশ্বাস পল্টু, সদস্য সচিব দুলাল চন্দ্র বিশ্বাস, রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরোজ কান্তি বিশ্বাস খোকন, সাবেক ভিপি বিমল বিশ্বাস, শিক্ষক কালশশী বাইন,গোপালগঞ্জ সদর উপজেলা শাখার ঐক্য পরিষদের সভাপতি শিপ্রা বিশ্বাস, মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি আশুতোষ মৃধা, সহ-সভাপতি প্রফুল্ল কুমার মৃধা, কাশিয়ানী উপজেলা শাখার সভাপতি রমনী মোহন বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কিরন চন্দ্র হীরা।

আরো পড়ুন :
চৌগাছায় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা

কোটালীপাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিলন বাড়ৈ। ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক অলোক হীরা, সদস্য সচিব মিলন বারুরী, হিন্দু ছাত্র মহাসংঘের সভাপতি চন্দন মন্ডল প্রমূখ। শেষে বিকাল ৫টায় বিশিষ্ট স্বর্ন ব্যবসায়ী পল্টন হালদার গণঅনশনকারীদের শরবত খাইয়ে অনশন ভঙ্গ করান। বক্তাগণ তাদের বক্তব্যে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এদেশে সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে । ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন বন্ধ করতে হবে। নতুবা এদেশের সংখ্যালঘু সম্প্রদায় তাদের ন্যায্য অধিকার আদায়ে সংগ্রাম আন্দোলন অব্যাহত রাখবে।

অক্টোবর ২২,২০২২ at ১৮:০৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/এমএইচ