যশোরের ধানক্ষেত থেকে উদ্ধার অজ্ঞাত নারীর পরিচয় মিলেছে

যশোরের ঝিকরগাছায় ধানক্ষেত থেকে উদ্ধার অজ্ঞাত নারীর পরিচয় মিলেছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকালে যশোর-বেনাপোল মহাসড়কের লাউজানি রেলক্রসিং সংলগ্ন নওয়াপাড়া গ্রামের আমজেদ হোসেনের ধানক্ষেত থেকে এই মরদেহ উদ্ধার করা হয়৷

প্রত্যক্ষদর্শী ধানক্ষেতের বর্গাচাষী আলতাফ হোসেন জানান, সোমবার বিকাল সাড়ে চারটার দিকে জমিতে পানি আছে কিনা দেখতে গেলে অজ্ঞাত এক মহিলাকে দেখতে পান। তিনি যখন দেখেন তখন ওই মহিলা বেঁচে ছিল।

আরো পড়ুন :
শার্শা সীমান্তে ১৫ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

পরে লাউজানি রেলক্রসিং এ ডিউটিরত ট্রাফিক পুলিশকে বললে তারা ঝিকরগাছা থানা পুলিশকে খবর দেয়। পরে পাঁচটার দিকে ঘটনাস্থলে পুলিশ আসে৷ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তারা মরদেহ থানায় নিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাভারণ সার্কেল এসপি জুয়েল ইমরান।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন বলেন – লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। পোস্টমর্টেম ছাড়া হত্যার কারণ বলা যাবে না। ইতোমধ্যে পিবিআই, সিআইডি, ডিবি পুলিশ তদন্তে মাঠে নেমেছে।

রাত অনুমান ১০ টার দিকে অজ্ঞাত মহিলার পরিচয় উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি সাবেক ইউপি সদস্য শাহানাজ বেগম (৫০)। যশোরের শার্শা উপজেলার উত্তর বুরুজবাগান গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী। শার্শা উপজেলা ছাত্রদলীগের সাবেক সহ-সভাপতি জিল্লুর রহমান রাজের মাতা।

সেপ্টেম্বর ২০,২০২২ at ১৩:৫৭:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /কণ /শই