বঙ্গবন্ধুর পলাতক খুনিদের শাস্তি কার্যকরের দাবি জানালেন মিন্টু

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ বিতরণ করা হয়েছে। শনিবার (২০ আগস্ট) শেখহাটি গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ আয়োজন করেন। সমগ্র আয়োজনে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু।

আরো পড়ুন :
মতলব উত্তরে বাণিজ্যিক ভিত্তিতে ড্রাগন চাষ
অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রুবেলের মৃত্যুতে যবিপ্রবি উপাচার্যের শোক

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবুল হোসেন খান, প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন, উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা সাধারণ সম্পাদক মীর আজাদ, সাংগঠনিক সম্পাদক ও নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক নূর ইসলাম আলো, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেন, রনি হাওলাদার ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা রেজনুর প্রিন্স।

৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জহির বাদশা, কৃষকলীগের মহিলা সম্পাদিক শাহনাজ অলকা, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সদস্য মনা মিয়া, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক কামরুজ্জামান বিপ্লব, ছাত্র বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা রায়হানুল ইসলাম, রায়হান হোসেন ও সাকিল হোসেন নাহিদ।

আলোচনা সভা থেকে মেহেদী হাসান মিন্টু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের শাস্তি কার্যকরের দাবি করেন। সেই সাথে দেশের স্বার্থে সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

আগষ্ট ২০,২০২২ at :২০:০২ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/শই