ভোলায় কূপ থেকে, দৈনিক মিলবে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সারা বিশ্বে জ্বালানি সংকটময় মুহুর্তে ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রে ৬ষ্ঠ কূপের খনন কাজ শুরু হলো। শুক্রবার (১৯ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন এ কূপ খননের উদ্বোধন করেন।

পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান বলেন, দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এ কূপটি ৩ হাজার ৫`শ মিটার পর্যন্ত গভীরে খনন করা হবে। আজকে যে খনন কাজ শুরু হলো তা থেকে প্রতিদিন ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করেন তিনি, যা গ্যাস সংকট নিরসনে সহায়তা করবে।

আরো পড়ুন :
কাশিয়ানীতে এক বছর ধরে অবরুদ্ধ ৫ পরিবার
শৈলকূপায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ঘরে নিজেই আগুন দিলেন

বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, গ্যাসের উৎপাদন বৃদ্ধির জন্য যে উদ্যোগ নেয়া হয়েছে এ কূপ খনন তার মধ্যে অন্যতম। খনন কাজের মধ্য দিয়ে গ্যাসের উৎপাদন বাড়ানোর প্রক্রিয়া আরও একধাপ এগিয়ে গেল।

আগষ্ট ২০,২০২২ at :০১:১০ (GMT+06)
দেশদর্পণ/আক/ভর/শই