ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারত থেকে ৮ নারী দেশে ফিরলেন

ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারত থেকে ৮ বাংলাদেশী নারী দেশে ফিরেছেন। বুধবার (১৭ই আগস্ট) অবৈধভাবে ভারতে অবস্থান করায় ভারতীয় পুলিশ কর্তৃক তারা আটক হয়। বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে হস্তান্তর করেন। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ওই ৮ নারীকে গ্রহনপূর্বক বেনাপোল পোর্ট থানার নিকট হস্থান্তর করেন।

আরো পড়ুন :
তের বছর আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ মিলিয়ে দেখেন
ঝিনাইদহে উপ-সহকারী প্রকৌশলীকে পিটিয়ে আহতের অভিযোগ ঠিকাদার কাজী রুনুর বিরুদ্ধে

দেশে ফিরে আসা নারীরা হলেন, কুমিল্লা জেলার হোমনা থানার তারু মিয়ার মেয়ে লিজা মন্ডল (২৪), ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার ইয়াকুব আলী মেয়ে বৃষ্টি আক্তার (২৭), গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানার অজলু মোল্লার মেয়ে হেলেনা বেগম (৩১),  কুমিল্লা জেলার হোমনা থানার মালেক মিয়ার মেয়ে ঋতু (২৪),  ভোলা জেলার ভোলা থানার আব্দুল মালেক ফকিরের মেয়ে নাসরিন মন্ডল (১৬), যশোর জেলার যশোর সদর থানার শহর আলী মোড়লের মেয়ে রেবেকা খাতুন (৩০), খুলনা জেলার খালিশপুর থানার দক্ষিণ কাশিপুর গ্রামের লিয়াকত মাতবরের মেয়ে রেবেকা আক্তার (৩৩), কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বাশখালি গ্রামের মো. শাহ জালালের মেয়ে সুলতানা বেগম (২৬)।

সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার ও মহিলা আইনজীবী সমিতি নামের দুটি এনজিও সংস্থা তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে। যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসা ৮ নারীকে থানা থেকে নিয়ে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার ও মহিলা আইনজীবী সমিতির নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করা হবে।

তারা দালালের মাধ্যমে বিভিন্ন কাজের প্রলোভোনে পড়ে ভারতে যায়।

আগষ্ট ১৭,২০২২ at ২০:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/শই