ওসি সবুজের নেতৃত্বে সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা

যশোরের চৌগাছার সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, ধূলিয়ানীর শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুর আড়ায়টার সময় অত্র বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজের উদ্যোগে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সঞ্চালনায় এই সচেতনা মূলক আলোচনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইফটিজিং, বাল্যবিবাহ, মাদক গ্রহণ ও পাচার, মোবাইল ব্যবহার ইত্যাদির ক্ষতিকর প্রভাব সম্পর্কে প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এলাকায় যদি তেমন কোনো খারাপ বিষয় দেখো তবে আমার নাম্বারে ইনফর্ম করো। তিনি আরও বলেন, মাদক সেবন, ইভটিজিং এবং বাল্যবিবাহ শিক্ষার্থীদের উপর এত ক্ষতিকর প্রভাব ফেলে যেটা সমাজের জন্য, দেশের জন্য উপকারী নয় বলে আমি মনে করি। সুতরাং তোমরা এই বিষয়গুলো থেকে নিজেদেরকে সেভ রাখার চেষ্টা করবে। যদি তোমরা অন্যের প্রোরচনায় ইভটিজিং এর শিকার হও, অন্যের মাধ্যমে মোবাইলের ছবি অথবা নেটের মাধ্যমে ব্লাকমেইল এর শিকার হও তবে তোমাদের জন্য পরিচয় গোপন রেখে অভিযোগ দেওয়ার জন্য ফাইভার ক্রাইম নামক একটি সেকশান আছে সেখানে তোমরা অভিযোগ দিতে পারবে।

এছাড়া সচেতনার বিষয়ে আরো আলোচনা করেন চার নং ধূলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মোমিনুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম মহব্বত আলীসহ অনেকে।

অগাস্ট ০৮,২০২২ at ১৮:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মই/রারি